রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ সাত দফা দাবি জানিয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তারা প্রধান নির্বাচন কমিশনার বরাবর জমা দেওয়া স্মারকলিপিতে এই দাবি জানায়।দাবিগুলোতে বলা হয়েছে, ভোটকেন্দ্রে পোলিং এজেন্টরা যেন তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারেন, এ জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে। ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে পৃথক আইডি কার্ডের ব্যবস্থা রাখা উচিত এবং শুধুমাত্র প্রশাসন অনুমোদিত সাংবাদিকদের প্রবেশের সুযোগ দেওয়া প্রয়োজন।ভোট গণনা প্রক্রিয়ায় কোনো ত্রুটি বা প্রযুক্তিগত সমস্যা এড়াতে ত্রুটিমুক্ত ওএমআর মেশিন ব্যবহার করা এবং প্রক্রিয়ার জন্য বিশেষজ্ঞ টিম রাখা জরুরি। এ ছাড়া প্রার্থী যদি কোনো আপত্তি তোলেন, তবে ম্যানুয়ালি ভোট গণনার ব্যবস্থা থাকতে হবে।নিরাপত্তা বাড়াতে প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায়...