১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে সাত দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে আজ আকাশ, স্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন ধরনের মহড়া পরিচালনা করা হয়। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উক্ত মহড়ার মাধ্যমে গুরুতরভাবে আহত রোগী পরিবহন এবং এক বিমান থেকে অন্য বিমানে রোগী স্থানান্তর (Patient Transfer) অনুশীলন করা হয়। এ ধরনের অনুশীলনের মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান, উড্ডয়নকালীন সমন্বয় রক্ষা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা উন্নয়ন করা সম্ভব হবে। এছাড়া, এই মহড়ার অনুসন্ধান ও উদ্ধার (Search and Rescue) কার্যক্রমও পরিচালিত হচ্ছে। যার মাধ্যমে দুর্ঘটনা, প্রতিকূল আবহাওয়া...