সিলেটের মোগলাবাজার এলাকায় দুই বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ধর্ষণ মামলা করেছে ওই শিশুর পরিবার। মামলা দায়েরের পর অভিযুক্ত কিশোরকে (১২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার ওই শিশুর পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। এরপর রাতেই অভিযুক্ত বালককে গ্রেফতার করা হয়েছে। আটক বালকের বয়স ১২-১৩ বছর জানিয়ে তিনি বলেন, সে ওই শিশুদের প্রতিবেশী। আদালতের নির্দেশনা মোতাবেক তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুই বছরের শিশুকে ধর্ষণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই শিশুর যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পেয়েছেন চিকিৎসকরা। তবে কি দিয়ে আঘাত করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে যেভাবেই হোক শিশুটি যৌন হয়রানির শিকার হয়েছে। এর আগে সোমবার শিশুটিকে গুরুতর শারীরিক সমস্যার...