বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার ফেয়ার-২০২৫।’দীর্ঘ ছয় বছর পর এবারের ক্যারিয়ার ফেয়ার আয়োজন করে বুটেক্স ক্যারিয়ার ক্লাব। পাশাপাশি আয়োজনে সহযোগিতা করে ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)।এবারের আয়োজনে দেশের নানা শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান অংশ নেয়। শিক্ষার্থীদের সঙ্গে শিল্প খাতের প্রতিনিধিদের সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জি. মো. জুলহাস উদ্দিন জব ফেয়ার উদ্বোধন করেন।চাকসু নির্বাচনে লড়বেন ভিপি সাদিক কায়েমের ছোট ভাইএরপর শিক্ষার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। তারা সিভি নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে গিয়ে করপোরেট প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ সম্পর্কে খোঁজখবর নেন।প্রায় ২৫টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নেয় এ মেলায়। এর মধ্যে ছিল ডেকো ইশো গ্রুপ, ফকির অ্যাপারেলস, মাসকো...