দেশের পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক— ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও এক্সিম ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড এই সিদ্ধান্ত অনুমোদন করেছে এবং খুব শিগগিরই নতুন গঠিত ব্যাংকের কার্যক্রম ‘টেক-অফ’ করা হবে। তবে এই ঘোষণার পর গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ, আতঙ্ক এবং অনিশ্চয়তা বেড়ে গেছে। এ পরিস্থিতিতে গ্রাহকদের মনে এখন প্রধান প্রশ্ন, তাদের টাকাগুলো নিরাপদ থাকবে কি না। আবার কেউ কেউ জানতে চাইছেন, সঞ্চয়ের টাকা কবে হাতে পাবেন। অন্যদিকে, ব্যাংক কর্মীদের দুশ্চিন্তা— তাদের চাকরি থাকবে তো? বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত এক গ্রাহক বলেন, ‘আমার এক লাখ টাকার চেক দুই মাস ধরে হাতে নিয়ে ঘুরছি, টাকা দিতে পারেনি শাখা।’ অবসরপ্রাপ্ত এক শিক্ষক বলছেন, ‘আমার জরুরি চিকিৎসার জন্য টাকা দরকার, কয়েকবার শাখায় গিয়েও টাকা তুলতে পারিনি।...