বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ অক্টোবর থেকে নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু হবে। এরপর ধাপে ধাপে তফসিল ঘোষণা, ভোটার তালিকা প্রস্তুত, মনোনয়ন জমা ও যাচাই–বাছাইসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে। জকসু নির্বাচন ছাড়াও শিক্ষার্থীদের তিনটি মূল দাবির মধ্যে ছিল—শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে, তা নির্দিষ্ট করা; ক্যাফেটেরিয়ার স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা; এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা ও শীতাতপ নিয়ন্ত্রণ নিশ্চিত করা। আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রথমে প্রশাসনের বিবৃতিতে সন্তুষ্ট হতে পারেননি। তাদের মতে, প্রশাসনের ঘোষণায় শুভঙ্করের ফাঁকি রয়েছে। কোন শিক্ষার্থী এই সুবিধা পাবে, কত টাকা দেওয়া হবে, এবং ক্যাফেটেরিয়া সম্পর্কে কোনো সুস্পষ্ট ঘোষণা ছিল না। তবে পরবর্তীতে প্রশাসন থেকে সুনির্দিষ্টভাবে ঘোষণা...