নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সমিতির অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।আরো পড়ুন:জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরাগকসু নির্বাচন: জিএস প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ গকসু নির্বাচন: জিএস প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ যবিপ্রবিসাসের সভাপতি মো. ওয়াশিম আকরামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, “সাংবাদিকরা...