গাজার বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাহী সংস্থা ইউরোপীয় কমিশন ইসরায়েলের সঙ্গে অ্যাসোসিয়েশন চুক্তির কিছু বাণিজ্য সম্পর্কিত বিধান স্থগিত করার প্রস্তাব পেশ করেছে। খবর আল জাজিরার। বুধবার (১৭ সেপ্টেম্বর) ঘোষিত এই প্রস্তাবে ‘চরমপন্থি’ ইসরায়েলি মন্ত্রী ও সহিংস বসতি স্থাপনকারীদের পাশাপাশি হামাসের ওপরও নিষেধাজ্ঞার কথা অন্তর্ভুক্ত করা হয়েছে। ইইউর পররাষ্ট্র নীতি প্রধান কাজা কাল্লাস সদস্য দেশগুলোকে কিছু ইসরায়েলি পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি ও ১০ জন হামাস নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে, তিনি ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার দুই অতি-ডানপন্থী সদস্য ইতামার বেন-গভির (জাতীয় নিরাপত্তা মন্ত্রী) ও বেজালেল স্মোট্রিচের (অর্থমন্ত্রী) ওপর নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানান। কমিশন আরও জানিয়েছে, তারা ইসরায়েলের নাগরিক সমাজ ও ওয়ার্ল্ড হলোকাস্ট রিমেম্বরেন্স সেন্টার ইয়াদ ভাশেমকে সমর্থন ব্যতীত ইসরায়েলের প্রতি...