ইসলামী ব্যাংকের গুলশান শাখা থেকে কাগুজে প্রতিষ্ঠান ‘নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনাল’র অনুকূলে নেওয়া ঋণের ৩৬৩ কোটি টাকা লোপাটের অভিযোগে আলোচিত এস আলম গ্রুপের মালিক সাইফুল ইসলাম (এস আলম) ও নাবিল গ্রুপের মালিক আমিনুল ইসলাম স্বপনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যানসহ মোট ৪৩ জনকে আসামি করা হয়েছে। বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করা হয়। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান। মামলায় অন্য আসামিরা হলেন- সোনালী ট্রেডার্সের পরিচালক শহিদুল আলম, সেঞ্চুরি ফ্লাওয়ার মিলসের এমডি মো. আরিফুল ইসলাম চৌধুরী, একই প্রতিষ্ঠানের পরিচালক মো. হাছানুজ্জামান, নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মামুন অর রশিদ ও একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হারুন অর রশিদ। ইসলামী ব্যাংকের কর্মকর্তারা হলেন-ব্যাংকটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (সাবেক ডিএমডি) মিফতাহ উদ্দিন,...