বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচের ‘হ্যান্ডশেক’ কাণ্ডের জন্য এবার ক্ষমা চাইলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। ভারতের বিপক্ষে ম্যাচে টসের সময় দুই অধিনায়ককে হ্যান্ডশেক করতে মানা করায় পাইক্রফটে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তাকে অপসারণ না করলে এশিয়া কাপ থেকে সরে আসার দাবিও তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শেষ পর্যন্ত পাইক্রফটের ক্ষমা চাওয়ার পর আজ আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। প্রমাণ হিসেবে ভিডিও ক্লিপ প্রকাশ করেছে পিসিবি। পিসিবির সামাজিক যোগাযোগমাধ্যমে পাইক্রফটের ক্ষমা চাওয়ার ভিডিও প্রকাশ করা হয়। এটির ক্যাপশনে পিসিবি লিখেছে, ‘বিতর্কিত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান দলের ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।’ কোনো শব্দ ছাড়া প্রকাশ করা সেই ভিডিওতে দেখা যায়, পাকিস্তান দলের কোচ মাইক হেসন, অধিনায়ক সালমান আগাসহ অন্যদের মাঝে বসে কথা বলছেন পাইক্রফট। পিসিবির এক বিবৃতিতে বলা...