ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী বলেছেন, গণঅভ্যুত্থানের ম্যান্ডেট ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে সমাজ ও রাষ্ট্রচিন্তা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘জুলাই বিপ্লবের পূর্বাপর: বাংলাদেশের রাজনীতির গতিপ্রকৃতি’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপকের বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ১৬ বছর ধরে খুবই নিষ্ঠুরতার সঙ্গে স্বৈরাচার শেখ হাসিনা এ দেশে ফ্যাসিবাদী শাসন কাঠামো তৈরি করেছে। তার দমন নিপীড়নে অতিষ্ঠ হয়ে উঠে এ দেশের ছাত্রজনতা। গেল বছরের আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নির্লজ্জভাবে দেশ থেকে বিদায় নেয় শেখ হাসিনা। আমি গভীরভাবে বিশ্বাস করি, দেশের সর্বস্তরের মানুষ এক দুঃখের সাগর পার করেছে। স্বৈরাচারবিরোধী আন্দোলনের এ প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের বৈশিষ্ট্য ও বৈচিত্র্য বিশ্বের অন্যান্য গণঅভ্যুত্থানের চেয়ে ভিন্ন। রাজনীতি...