বিএনপির ভাইস চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী নির্বাচনে আমরা পিআর পদ্ধতি চাই না। যদি পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হয়, তাহলে নির্বাচিত সরকার এ বিষয়ে ভেবে দেখবে।বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে চুয়াডাঙ্গায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জেলার আলোকদিয়া, ভালাইপুর এবং হাটবোয়ালিয়াসহ বিভিন্ন স্থানে পথসভা ও মতবিনিময় করেন।দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে দুদু বলেন, নির্বাচন যত দ্রুত হবে, দেশের জন্য ততই মঙ্গল। তার মতে, বর্তমানে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্নতার হাত থেকে ফিরিয়ে নিতে দ্রুত নির্বাচন দিতে হবে।পথসভা ও মতবিনিময়কালে দুদু নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীক যাকে দেওয়া হবে, তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং...