এ ঘটনায় ভুক্তভোগী পান ব্যবসায়ী বিপুল ঢালি বাদী হয়ে শ্রমিক দল নেতাসহ আটক তিনজনের নাম উল্লেখ করে আগৈলঝাড়া থানায় মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে তিনজনকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।কারাগারে যাওয়া শ্রমিক দল নেতা রাসেল মোল্লার অপর দুই সহযোগী হলো- আগৈলঝাড়া উপজেলার উত্তর চাঁদত্রিশিরা গ্রামের দুলাল মোল্লার ছেলে রমজান মোল্লা (২৮) এবং বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা গ্রামের নগেন হালদারের ছেলে নরত্তোম হালদার (৩৪)। তাদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি।তবে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, আগেও নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিল শ্রমিক দল নেতা রাসেল মোল্লা। আটক অপর দুজনসহ তাদের একটি বাহিনী রয়েছে। যার মধ্যে ইউনিয়নটির ওয়ার্ড শ্রমিক দলের কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের বিরুদ্ধে ছিনতাই ছাড়াও ডাকাতির অভিযোগও রয়েছে। অবশেষে র্যাব পরিচয়ে ছিনতাই করতে গিয়ে রাসেল...