১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম কুমিল্লার হোমনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কটূক্তির অভিযোগে মহাসিন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আছাদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মহাসিন ওই গ্রামের আলেকশাহর ছেলে। জানা যায়, মহসিন তার ফেসবুক আইডি বেমজা মহসিন এই আইডিতে বুধবার সকাল ১০ টা ৫২ মিনিটে রাসুল (স.) কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেন। এই পোস্টে যা ছিল হুবহু তুলে ধরা হলো- "যারা আউলিয়া তাদের পুত্র সন্তান হয়, যারা দেউলিয়া তাদের কন্যা সন্তান হয়, নবী মোহাম্মদ খুব খারাপ মানুষ ছিলেন তাই তার পুত্র সন্তান হয়নি, বর্তমান পীর সাহেব নবীর চেয়ে বেশি পবিত্র, তাই তাদের পুত্র সন্তান...