চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি হল সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ। সোহরাওয়ার্দী হল ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। আয়াজ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। ব্যক্তিগতভাবে ফরম তুললেও ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলছেন তিনি। আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আয়াজের বাড়ি খাগড়াছড়িতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সোহরাওয়ার্দী হলের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচনে অংশ নিতে ফরম নিয়েছি। বৃহস্পতিবার ফরম জমা দেব। শিবিরের প্যানেলে থেকেই...