অনেক অপেক্ষার পর আগামী বছর জানুয়ারিতে পাকিস্তানের তিন শহরে এসএ গেমসের সময়ক্ষন ঠিক হয়ে আছে। কিন্তু মাত্র মাস চারেক সময় থাকলেও এখনও গেমসের তেমন কোনও তোড়জোড় শুরু করেনি পাকিস্তান। তাই নির্ধারিত সময়ে গেমস আয়োজন নিয়ে শঙ্কায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বিওএ থেকে এক মাস আগে পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে গেমস সংক্রান্ত বিষয়ে চিঠি দিয়েছিল। সেই চিঠির এখনও উত্তর পায়নি। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিওএ নির্বাহী সভায় সিদ্ধান্ত হয়েছে পাকিস্তান থেকে সুনির্দিষ্ট কোনও তথ্য না পেলে আগামী মাসের মাঝামাঝিতে গেমসের জন্য প্রশিক্ষণ চলবে নাকি বন্ধ হবে—এ নিয়ে সিদ্ধান্ত হবে। এদিকে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আজকের সভাতে আগামী বছর সেপ্টেম্বরে জাপানের আইচি-নাগোয়া শহরে এশিয়ান গেমসের জন্য ডিসিপ্লিন সংখ্যা চূড়ান্ত হওয়ার কথা থাকলেও হয়নি। ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা করে ডিসিপ্লিন ঠিক করার বিষয়ে সিদ্ধান্ত এসেছে।...