বিশ্ববিদ্যালয়গুলোতে ধারাবাহিকভাবে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজনের মধ্যে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ২৭ নভেম্বর ভোটের তারিখ রেখে বুধবার জকসু নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়েছে, সেখানে ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেও ছাত্রসংসদ নির্বাচনের নীতিমালা এখনো পাস হয়নি। নীতিমালা অনুমোদন হওয়ার পর তা ইউজিসি, শিক্ষা ও আইন মন্ত্রণালয়ের ধাপ পার হয়ে আইনি রূপ পাবে। উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, “শিক্ষার্থীদের দাবি আমরা মেনে নিয়েছি। এখন নীতিমালা পাস হলে আমাদের ষোষিত সময়সূচি অনুসারে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে কোনো বাধা থাকবে না।” নির্বাচন কমিশন গঠন ও ভোট গ্রহণের তারিখ ছাড়া নির্বাচনের অন্য আনুষ্ঠানিকতার সম্ভাব্য তারিখ এখনো ঠিক হয়নি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে...