এবার হয়তো চাইলে বিদায় বলে দেওয়া যাবে চশমাকে (রিডিং গ্লাস)। কেননা চোখের ড্রপেই যে ফিরে আসবে দৃষ্টিশক্তি! নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা এমন একটি বিশেষ চোখের ড্রপ (আই ড্রপ) তৈরি করেছেন যেটা ব্যবহার করলে দৃষ্টিশক্তি ফিরে আসবে। গবেষণাটির বিস্তারিত সম্প্রতি উপস্থাপিত হয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে’র ইউরোপিয়ান সোসাইটি অফ ক্যাটারেক্ট অ্যান্ড রিফ্র্যাক্টিভ সার্জনস (ইএসসিআরএস)-এর কাছে। নতুন এই গবেষণায় দেখা গেছে, রোগীরা বিজ্ঞানীদের তৈরি বিশেষ এই ড্রপটি ব্যবহার করার এক ঘন্টা পর চোখের দৃষ্টি পরীক্ষার চার্টে আগের তুলনায় কয়েক লাইন বেশি পড়তে পেরেছেন। শুধু তাই নয়, ধারাবাহিক এই উন্নতি দুই বছর পর্যন্ত বজায় ছিল। চোখের এই ড্রপটি ব্যবহারে কারা উপকৃত হবেন? মূলত তারা যারা দূরদৃষ্টির (লং-সাইটেডনেস) সমস্যায় ভুগছেন। নির্দিষ্ট করে বললে, ‘প্রেসবায়োপিয়া’ সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা পর্যায়ক্রমে দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন বিজ্ঞানীদের তৈরি নতুন...