রাজশাহীর বাগমারায় পুকুরের মাছ লুট, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে উপজেলা আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ছাত্রদল নেতা মহব্বত হোসেনকে। তাকেই আবার মোহনগঞ্জ ডিগ্রি কলেজ কমিটির সভাপতি করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত একটি চিঠিতে ৭ সেপ্টেম্বর এ সিদ্ধন্ত জানানো হয়। এর আগে কলেজ কমিটির সভাপতি ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। অভিযোগ উঠেছে, টুটুলের শিক্ষা সনদ নিয়ে প্রশ্ন থাকায় তার অনুসারী মহব্বতকে কলেজ কমিটির সভাপতি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তবে মোহনগঞ্জ কলেজের অধ্যক্ষের কাছে প্রেরিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, কলেজের বর্তমান সভাপতি রেজাউল করিম দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় তার মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে সভাপতি হিসাবে মহব্বত...