চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে হল সংসদে মনোনয়নপত্র নিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ। গতকাল মঙ্গলবার তিনি মনোনয়নপত্র নেন। তবে হল সংসদের কোন পদে নির্বাচন করবেন, তা এখনো নিশ্চিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রশিবিরের সভাপতি আবরার ফারাবী জানান, আবু আয়াজ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ে সোহরাওয়ার্দী হলে থাকেন। তিনি শিবিরের জনশক্তি উইংয়ে যুক্ত। ওই হল থেকেই ছাত্র সংসদ নির্বাচন করতে মনোনয়ন ফরম নিয়েছেন আয়াজ। তবে তিনি কোনো পদে নির্বাচন করবেন বা আদৌ নির্বাচন করবেন কিনা এখনও নিশ্চিত নয়। দলীয়ভাবে বিষয়টি জানানো হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, ১২...