জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। জবানবন্দিতে তিনি শেখ হাসিনা ও তার সরকারের পুলিশসহ অন্যান্য বাহিনীর জড়িতদের শাস্তি দাবি করেছেন। একই সঙ্গে ছাত্রলীগ, আওয়ামী লীগসহ যারা জড়িত, তাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। বলেছেন, গুমের ঘটনায় অন্য বাহিনীর জড়িতদেরও আইনের আওতায় আনতে হবে। অপরাধী কোন বাহিনীর, তা যেন না দেখা হয়। জবানবন্দি শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলায় ৪৭তম সাক্ষী হিসাবে নাহিদ ইসলাম আংশিক জবানবন্দি দেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মতর্‚জা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণ চলছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো....