রাজশাহীর বাগমারায় চাঁদা না পেয়ে নারায়ণ ভবানীকে মারধরের অভিযোগে তাঁতীদলের নেতা নবাব হোসেন ওরফে বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নওগাঁর মান্দা উপজেলার কালীনগর এলাকা থেকে তিনি গ্রেফতার হন। নির্যাতনের শিকার নারায়ণের করা মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এছাড়া তাকে তাঁতীদল থেকেও বহিষ্কার করা হয়েছে। এর আগে মঙ্গলবার তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী বাগমারা থানা ঘেরাও করেন। তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম ও সদস্য সচিব মজিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবাবকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং দেখামাত্র তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তদন্ত কমিটি গঠন করে স্থায়ী বহিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, পাড়ার বাসিন্দারা জানিয়েছেন, অনেকদিন ধরেই নবাব চাঁদা নিচ্ছিলেন। টাকা না...