এশিয়া কাপ ক্রিকেটের ‘বি’ গ্রুপের বৃহস্পতিবার শেষ ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তান মুখোমুখি হবে। এ ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে এই গ্রুপ থেকে কোন দু’টি দল সুপার ফোরে খেলবে। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে সুপার ফোরের দৌড়ে আছে বাংলাদেশও। তাই এ ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে টাইগারদের। আফগানিস্তান হেরে গেলেই সুপার ফোরে খেলবে বাংলাদেশ। আর আফগানরা জিতলে শ্রীলঙ্কার সঙ্গে রানরেটের হিসাব-নিকাশে বসতে হবে টাইগারদের। আবুধাবিতে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি আমাদের কাছে অনেক বড় ম্যাচ। মাঠে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে করা ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং...