কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল।দলের গঠনতন্ত্রে থাকা ‘এক নেতা এক পদ’ নীতির প্রতি সমর্থন জানিয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে সোহেল অভিযোগ করেন, জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম একাধারে জেলা সভাপতি এবং ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন, যা দলের গঠনতন্ত্রের ১৫ ধারার বিশেষ বিধানের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, গঠনতন্ত্র রক্ষার দৃষ্টান্ত স্থাপনের জন্যই নিজের পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।সোহেল আরও জানান, এখন থেকে তিনি শুধু সদর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য কাউন্সিলে যদি সাধারণ সম্পাদক নির্বাচিত হন, তাহলে উপজেলা সভাপতির পদ থেকেও পদত্যাগ করবেন।তিনি অভিযোগ...