ম্যাচের আগে জাতীয় সংগীত গাইছেন বাংলাদেশ দলের সদস্যরা আফগানিস্তানের বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচে বাংলাদেশ দারুণ জয়ে টিকে আছে টুর্নামেন্টে। তবে টিকে থাকলেও পরের পর্বে যাওয়া নির্ভর করছে বেশকিছু যদি, কিন্তুর ওপর। ‘বি’ গ্রুপে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ। নিজেদের সব ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে লিটনদের নেট রানরেট- ০.২৭০। লঙ্কানরা ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে +১.৫৪৬ রান রেট নিয়ে। এই গ্রুপে তিনে থাকা আফগানিস্তানের পয়েন্ট দুই আর রানরেট +২.১৫০। এখন এই তিনটি দলেরই সম্ভাবনা আছে সুপার ফোরে যাওয়ার। বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ সমীকরণ হচ্ছে শ্রীলঙ্কার জয়। এই গ্রুপের শেষ ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ লঙ্কানদের সঙ্গে ঠাঁই পাবে সুপার ফোরে। কিন্তু আফগানিস্তান জিতে গেলেই হিসাব হয়ে যাবে কঠিন। তখন অনেক কঠিন হিসাব...