জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতাকর্মীরা। হাইকোর্ট থেকে অলিয়ে কামেল হজরত খাজা শরফুদ্দীন চিশতির (রহ.) মাজার স্থানান্তর করার চক্রান্ত করা হলে ভবিষ্যত পরিণাম ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতারা। সংগঠনটির মহাসচিব অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মারুফ বলেছেন, ‘‘দেশের অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর এই ঐতিহাসিক হাইকোর্ট মাজার। জনৈক ব্যক্তির মাধ্যমে এটি স্থানান্তরের জন্য উগ্রবাদী অপশক্তি তৎপর হয়ে উঠেছে। পবিত্র মাজার শরীফ স্থানান্তরের চক্রান্তের মাধ্যমে এ দেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির সুগভীর ষড়যন্ত্র চলছে। যাতে দেশ অশান্ত ও অস্থিতিশীল হয়ে পড়ে। দেশ বাঁচাতে দ্রুত এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচার করতে হবে। না হলে ভবিষ্যতে এর পরিণাম ভয়াবহ হবে।’’ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ সব কথা...