লামিনে ইয়ামালকে নিয়ে শঙ্কাটাই সত্যি হয়েছে। সময়মতো ফিট হয়ে উঠতে না পারায় বার্সেলোনার পরবর্তী ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। তরুণ এই ফরোয়ার্ডকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করতে হবে স্প্যানিশ ক্লাবটির। ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা। ম্যাচটির জন্য আগের দিন ২২ জনের দল দিয়েছে ক্লাবটি। যেখানে নেই ১৮ বছর বয়সী উইঙ্গার ইয়ামাল। চলতি মাসের শুরুতে চোট শঙ্কা নিয়েই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন ইয়ামাল। তখন ব্যথানাশক ওষুধ নিয়ে তাকে খেলতে হয় স্পেনের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। এতে তার অবস্থা আরও খারাপ হয়। জাতীয় দল থেকে ফেরার পর ইয়ামালের কুঁচকির চোট ধরা পড়ে। পরে লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ৬-০ গোলে জয়ের ম্যাচে খেলতে পারেননি তিনি। চোটের ভয় থাকার পরও স্পেনের হয়ে ইয়ামালকে...