ডাবলিনের আকাশে ক্রিকেটের এক অন্য রকম বিকেল দেখা গেল। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুধু ব্যাট-বলেই নয়, ইতিহাসও রচিত হলো। ইংল্যান্ডের তরুণ তারকা জ্যাকব বেথেল মাঠে নামলেন অধিনায়ক হয়ে, মাত্র ২০ বছর বয়সে! এই বয়সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ভেঙে দিলেন ১৩৬ বছরের পুরনো রেকর্ড, হয়ে গেলেন ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক। তবে ইতিহাস গড়ার দিনটি শুধুই রেকর্ডে সীমাবদ্ধ থাকেনি। মাঠে ছিল টানটান উত্তেজনা আর রানবন্যা। টসে হেরে আগে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড তোলে ৩ উইকেটে ১৯৬ রানের পাহাড়। জবাবে ইংল্যান্ড ব্যাটাররা ঝড় তুললেন এমনভাবে যে, ম্যাচ শেষ হয়ে গেল ১৭.৪ ওভারেই। ৬ উইকেট হাতে রেখেই তারা পৌঁছে গেল ১৯৭ রানে। আর বুক পকেটে রাখল এক লড়াকু জয়।আরো পড়ুন:টসে নেমেই বেথেলের ইতিহাস, ভাঙলেন ১৩৬ বছরের রেকর্ডইংল্যান্ডের রান বন্যায় ভেসে...