আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক (পি.আর.) পদ্ধতিতে নির্বাচন প্রবর্তনের দাবিতে যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোটরসাইকেল শোডাউন করেছে। যশোর কেন্দ্রীয় ঈদগাহ জজ কোর্ট মোড় থেকে শুরু হওয়া এ শোডাউনে নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও যশোর সদর-৩ আসনের সংসদ পদপ্রার্থী মাওলানা মো. শোয়াইব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা শাখার সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিম এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আলহাজ মোহাম্মদ আলী সরদার। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শোয়াইব হোসেন বলেন, পি.আর. পদ্ধতিতে নির্বাচন হলে পেশীশক্তি, কালো টাকা, কেন্দ্র দখল, ভোট ডাকাতি ও সহিংসতার অবসান ঘটবে। এতে সব নিবন্ধিত রাজনৈতিক দল আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবে এবং সংসদ হবে জাতীয় সমস্যার সমাধান ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দু। তিনি দাবি করেন, এ ব্যবস্থায় রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে...