বর্তমান যুগে শিশুরা ইন্টারনেটকে মনে করে একটুখানি মজা করার জায়গা। কেউ হয়তো নতুন বন্ধুর সঙ্গে গেম খেলছে, কেউবা কার্টুন দেখছে। কিন্তু এই নিরীহ মজা কখন যে বিপদের দিকে নিয়ে যাবে, তা অনেকেই বুঝতে পারে না। ৮ থেকে ১২ বছর বয়সী শিশুরা এখনো ঠিকভাবে বুঝতে শেখেনি কে সত্যিকারের বন্ধু আর কে ছদ্মবেশে বিপজ্জনক। ১৩ থেকে ১৬ বছর বয়সী কিশোর-কিশোরীরা অনেক সময় একাকিত্ব, ভালোবাসা বা বোঝার মানুষ খোঁজে, যা তাদের সহজ টার্গেটে পরিণত করে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, এই বয়সে শিশুদের খুবই সাবধানে গাইড করতে হয়। ১। একসঙ্গে বসে খেলা বা দেখা : এতে করে বাবা-মা সহজে প্রশ্ন করতে পারেন, বাচ্চারা কী দেখছে বা খেলছে তা বুঝতে পারেন। ২। গোপনীয়তা বাড়ানো : অ্যাপের সেটিংসে গোপনতা বাড়িয়ে অজানা লোকদের ব্লক করা যায়। ৩। শক্ত...