বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের কর্মী সানজিদ সরকার (স্মরণ) এবং তার বন্ধু রাব্বী, রায়হানসহ আরও ছয়জনের বিরুদ্ধে একই বিভাগের ছাত্রীকে র্যাগিং, মানসিক হয়রানি ও অপমান করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত সবাই লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। তবে অভিযুক্তরা ছাত্রীর অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন। ১০ সেপ্টেম্বর ভুক্তভোগী শিক্ষার্থী বিভাগীয় প্রধানের কাছে করা অভিযোগে উল্লেখ করেন, ক্লাসের কথা বলে তাকে ডেকে বিশ্ববিদ্যালয় মাঠে নেওয়া হয়। সেখানে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে তার ফোন কেড়ে নেওয়া হয় এবং ব্যক্তিগত বিষয়ে অপমান ও মানসিক হয়রানি করা হয়। এ খবর প্রকাশ হওয়ার পর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শাখা ছাত্রদলের কয়েকজন কর্মী এবং লোকপ্রশাসন বিভাগের ৮-১০ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি যুগান্তরের ক্যাম্পাস প্রতিনিধি আনোয়ার হোসেনকে ক্যাম্পাসে অবরুদ্ধ করে হুমকি-ধমকি দেন।...