১২ বছরের দাম্পত্যে গত বছর ইতি টানেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এশা দেওল ও ভরত তখতানি। এক যুগের সংসার জীবনে তারা ভালো নেই— এমন কোনো ইঙ্গিত এর আগে প্রকাশ্যে আসেনি। কিন্তু হঠাৎ করেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। তবে অতীত ভুলে আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এশার সাবেক স্বামী ভরত তখতানি। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমনটি আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এবার নাকি সাবেক স্বামীর দেখানো পথেই হাঁটবেন এশা? অভিনেত্রীর স্বামী নাকি ২০১৮ সাল থেকে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। যার ফল বিচ্ছেদ। এশার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই ভরত প্রেমিকার সঙ্গে থাকতে শুরু করে দেন। সম্প্রতি ভরত সেই সম্পর্কে সিলমোহর দিলেন। ভরতের প্রেমিকা, মেঘনা লখানি বেঙ্গালুরুর বাসিন্দা। ইউরোপে ঘুরতে গিয়ে প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট করে ভরত লিখেছেন—আমার পরিবারে তোমাকে স্বাগত, ইটস অফিসিয়াল। অনেকেই ভেবেছিলেন মনের দরজায়...