এশিয়া কাপে বাংলাদেশের এখন যা সমীকরণ তাতে নিজেদের হাতে কিছু নেই। সুপার ফোরে যেতে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলের ওপর নির্ভর করতে হবে। আফগানদের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক আপাতত সব ছেড়ে দিতে চান নিয়তির হাতে। গতকাল মঙ্গলবার রাতে টানটান উত্তেজনার ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপে টিকে আছে বাংলাদেশ। দলকে জেতাতে একাদশে ফেরা নাসুম ১১ রানে ২ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। বুধবার,(১৭ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ দল আবুধাবির পার্ক রোটানা হোটেল থেকে দুপুরে রওনা হয় দুবাইর উদ্দেশে। সেখানে গিয়ে আপাতত কোনো কাজ নেই, কেবল অপেক্ষা আজ পর্যন্ত। দুবাই যাওয়ার আগে ব্যস্ততার ফাঁকে টিম হোটেলের বাইরে আসেন নাসুম। নিরাপত্তাজনিত কড়াকড়িতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে কড়া রোদের মধ্যে বাইরে আসতে হয় তাকে। নিজেদের টিকে থাকার সমীকরণ নিয়ে কথা বলতে গিয়ে নাসুমের আশ্রয় নিয়তিতে।...