কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিশেষ অভিযানে ১২ জন মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবা পৃথক অভিযান চালায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। বিজিবি জানিয়েছে, দীর্ঘদিন ধরে টেকনাফের মেরিন ড্রাইভ ও পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় সংঘবদ্ধ কয়েকটি চক্র মানব পাচারে সক্রিয় ছিল। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় এ চক্রগুলো মিয়ানমার থেকে বাংলাদেশ হয়ে মালয়েশিয়া পর্যন্ত পাচারের নেটওয়ার্ক গড়ে তোলে। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান ঢাকাটাইমসকে বলেন, 'মানব পাচার চক্রকে ধ্বংস করতে বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬২ জন পাচারকারীকে আটক করা হয়েছে। তবে আরও অন্তত ২৪ জন সদস্য পলাতক রয়েছে।' বিজিবি জানায়, এ চক্রের মূল হোতা হোসেন, সাইফুল ও নেজাম নামে তিনজন। তারা মাঠপর্যায়ের সদস্যদের মাধ্যমে বাংলাদেশি ও মিয়ানমারের লোকজনকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখায়। উচ্চ...