চিটাগাং চেম্বারে পরিবারতন্ত্র ফেরানোর অপচেষ্টা প্রতিহতের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। আগামী ১ নভেম্বর চিটাগাং চেম্বারে পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ফ্যাসিবাদী পরিবারতন্ত্র পুনর্বহালের অপচেষ্টার বিরুদ্ধে চট্টগ্রামের সচেতন ব্যবসায়ী সমাজ ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘চট্টগ্রামের সচেতন ব্যবসায়ী সমাজ’র আহ্বায়ক চেম্বারের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম নুরুল হক। লিখিত বক্তব্যে বলা হয়, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ দেশের অন্যতম প্রাচীনতম বাণিজ্য সংগঠন এবং চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র। চট্টগ্রাম চেম্বারকে দীর্ঘদিন থেকে ফ্যাসিবাদের দোসরদের পারিবারিক ক্লাবে পরিণত হয়েছিল। সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পরিবর্তে কয়েকজন ব্যক্তি ও তাদের পরিবারের স্বার্থে চেম্বারকে...