ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র ও কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জোবায়ের পাটোয়ারী বলেন, আজ বৃহস্পতিবার দেশের সব সরকারি-বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে ‘কাকতাড়ুয়া দহন’ কর্মসূচি পালন করবেন তারা। এ কর্মসূচি ব্যাখ্যা দিয়ে কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ বলেন, ‘আমরা বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি কাকতাড়ুয়ায় সেঁটে দিয়ে তা পুড়িয়ে দেব।’ এর মধ্য দিয়ে প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে নতুন করে মুখোমুখি অবস্থানে গেল কারিগরি ছাত্র আন্দোলন। ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে সাতরাস্তা মোড়ে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাতে আশপাশের সড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়। তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার অনীশ কীর্ত্তনীয়া সে সময় বলেন, ‘সাতরাস্তার মাঝে অবস্থান নেয়ার কারণে চারদিকের রাস্তা বন্ধ হয়ে গেছে। এর প্রভাব আশপাশে পড়েছে। আমরা যানবাহন ডাইভারশনের চেষ্টা করছি।’ প্রকৌশল...