১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ পিএম ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাজা উদ্দিন (৩৫) নামের এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন। বুধবার বিকেলে পৌর শহরের বন বিভাগের সামনে কালিগঞ্জ টু জীবননগর সড়কে এই দুর্ঘটনা ঘটে। মৃত রাজা কুশনা দোয়ার পাড়ার মহি উদ্দিন বিশ্বাসের ছেলে। সাবেক ইউপি সদস্য গোলাম কিবরিয়া বিপ্লব জানান, দুলাভাই লিটনের জমি রেজিস্ট্রি করার পর বাড়ি ফেরার পথে ইজিবাইকে সজোরে ধাক্কা দিলে জীবননগর দিক থেকে আশা কাঁচামাল বোঝাই ট্রাকের চাকাই পিষ্ট হয়ে গুরুতর আহত হন রাজা সে সময় স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে য়ান। প্রাথমিক চিকিৎসা শেষে যশোর হাসপাতালে রেফার্ড করা হলেও পথে তিনি মারা যান। কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ড্রাইভার ও হেলফারকে পুলিশ হেফাজতে নেওয়া...