১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম দ্রুত পরিবর্তন হচ্ছে ভারতীয় উপমহাদেশের ভূ-রাজনৈতিক পরিস্থিতি। এই অবস্থায় মাত্র কয়েকমাসের ব্যবধানে দ্বিতীয়বার বৈঠকে বসতে চলেছে আমেরিকা এবং পাকিস্তান। বিশ্লেষকদের মতে, বাণিজ্য জট কাটাতে ভারতের উপর চাপ বাড়াতে এই কৌশল নিয়েছে ট্রাম্প প্রশাসন। জানা গিয়েছে, আগামি সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের সাধারণ সভার বৈঠকের ফাঁকেই ২৫ সেপ্টেম্বর এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, পাকিস্তানের সাম্প্রতিক বন্যা থেকে শুরু করে কাতারের উপর ইসরাইলি হামলা-সহ বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে দুই পক্ষের মধ্যে। এই উচ্চপর্যায়ের আলোচনায় নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক সমস্যার সমাধানের সুযোগ খোঁজা হবে বলেও মনে করা হচ্ছে। যদিও, ইন্টার-সার্ভিসেস...