বাংলাদেশকে দ্রুত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেখতে চায় ইইউ বলে জানিয়েছে বিএনপি। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিএনপির নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইউরোপীয় ইউনিয়ন চায় দ্রুতই বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠায় ইইউ সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। এছাড়া অর্থনৈতিক সহযোগিতার প্রসঙ্গে বৈঠকে উপস্থিত থাকা আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বৈঠকে বাংলাদেশে বাণিজ্য খাতে সহযোগিতা করার বিষয়ে অনুরোধ করা হয়েছে। আসন্ন নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। ৫ আগস্টের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ওই আন্দোলনে কি পিআর পদ্ধতির দাবি ছিল? জনগণ মূলত গণতন্ত্র ও অবাধ...