১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ পিএম ভারত ও চীনের দিকে মার্কিন শুল্কবোমা ধেয়ে আসার পর থেকে আন্তর্জাতিক কূটনীতিতে ব্যাপক বদল এসেছে। অন্যদিকে কয়েক বছরে ভারতের প্রতিবেশী দেশগুলির রাজনৈতিক চরিত্রে বদল এসেছে। এই অবস্থায় তিন বছর পর ভারতের পড়শি শ্রীলঙ্কাকে এক দফায় ৫০ কোটি ডলার ঋণ মঞ্জুর করল চীন। ফলে দ্বীপরাষ্ট্রের এত দিন ধরে আটকে থাকা প্রকল্পের কাজ শুরু হল। চীনের এই সিদ্ধান্ত ভারতের জন্য তাৎপর্যপূর্ণ। দেশজুড়ে প্রবল আর্থিক সঙ্কটের মধ্যে ২০২২ সালে জনতার বিক্ষোভ আন্দোলনে শ্রীলঙ্কায় পতন হয় তৎকালীন সরকারের। এরপর থেকে নতুন শাসকের নেতৃত্বে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কলম্বো। যদিও প্রায় দেউলিয়া পরিস্থিতিতে ভারত সাহায্য করেছিল প্রতিবেশী দ্বীপরাষ্ট্রকে। অন্যদিকে খারাপ সময় শ্রীলঙ্কাকে অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছিল চীন। সেই তারাই তিন...