১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ পিএম মানিকগঞ্জের ঘিওর উপজেলার বহুল আলোচিত 'ডেরা রিসোর্ট এন্ড স্পা'র বিরুদ্ধে গুরুতর অভিযোগের সত্যতা পেয়েছে জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটি। তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে কৃষিজমি দখল, কবরস্থান ভরাট, পরিবেশ দূষণ এবং অনৈতিক কার্যক্রমের মতো অভিযোগগুলো তুলে ধরেছে। এর প্রেক্ষিতে, কমিটি এই রিসোর্টকে কোনো লাইসেন্স না দেওয়ার জন্য সুস্পষ্ট সুপারিশ করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী নিয়ন্ত্রক (সিনিয়র সহকারী সচিব) শেখ রাজেদউজ্জামান স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে মানিকগঞ্জের জেলা প্রশাসক কর্তৃক গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি অভিযোগকারীদের বক্তব্য এবং রিসোর্ট কর্তৃপক্ষের জবাব বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করে যাতে স্বাক্ষর করেন- তদন্ত কমিটির আহ্বায়ক ও...