এর ফলে বুধবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করার সুযোগ দেওয়া হয় এবং আজ বিকাল ৫টার মধ্যে জমা দেওয়া যাবে। আগের ঘোষণা অনুযায়ী বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। চাকসু ও হল সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিভিন্ন পদে চার দিনে ১১৬২ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। চাকসুর মনোনয়নপত্র নিয়েছেন ৫২৮ জন। অন্যদিকে হল ও হোস্টেল সংসদে ৬৩৪ জন মনোনয়নপত্র নিয়েছেন। ছেলেদের হলে মনোনয়নপত্র নিয়েছেন ৪৫৪ জন। আর মেয়েদের হলে মনোনয়নপত্র নিয়েছেন ১৫৪ জন। শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে মনোনয়নপত্র নিয়েছেন ২৬ জন। এদিকে, বুধবার বেলা ১১টার দিকে চাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র নেওয়া ও জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর দাবি জানায় শাখা ছাত্রদল। এ সময় তারা প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে লিখিত আবেদন জমা...