দেশের ১২টি জেলায় আজ বৃহস্পতিবার থেকে মামলাপূর্ব মধ্যস্থতার বিধান কার্যকর হচ্ছে। বুধবার সন্ধ্যায় সিলেটে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এ কার্যক্রম উদ্বোধন করেন। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী ও রাঙামাটি– এই ১২টি জেলায় এ বিধান কার্যকর হবে। সিলেট শহরতলির গ্র্যান্ড সিলেট হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, ‘হয়রানি ছাড়া স্বল্প খরচে জনগণের বিচার প্রাপ্তি নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে নির্বাচিত সরকার এর ধারাবাহিকতা বজায় রাখলে বিচারপ্রাপ্তির ক্ষেত্রে মানুষের হয়রানি অনেকাংশে কমে যাবে। এর মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম হবে।’ তিনি লিগ্যাল এইডের বিষয়টি মানুষকে জানাতে সবার প্রতি আহ্বান জানান। আইন উপদেষ্টা জানান, দায়িত্ব নেওয়ার পর বিচার বিভাগ সংস্কারের ক্ষেত্রে তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি...