ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নয় সদস্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (১৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ইসি সচিব জানান, ‘‘যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক আছে, তারা প্রবাসে বসেও ভোট দিতে পারবেন না।’’আরো পড়ুন:৩ দাবিই পূরণ চান অনশনরত জবি শিক্ষার্থীরাঅবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার গত এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের নয় সদস্যের এনআইডি লক করা হয়। এনআইডি লক থাকা সদস্যরা হলেন, শেখ হাসিনা, রেহানা সিদ্দিক, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক,...