১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম সিলেটের গোলাপগঞ্জে সিনিয়র সহকারী জজ আদালতের রায় থাকা সত্ত্বেও মোবাইল কোর্ট পরিচালনা করে একই পরিবারের মহিলাসহ ৪ জনকে কারাদণ্ড দেওয়ায় গোলাপগঞ্জের এসি ল্যান্ডসহ ৫ জনকে শোকজ করেছে সিনিয়র সহকারী জজ গোলাপগঞ্জ আদালত সিলেট। বাকি ৪ জন হলেন জেলা প্রশাসক সিলেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিলেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাপগঞ্জ, সহকারী ভূমি অফিসার ফুলবাড়ী ইউনিয়ন। জানা যায়, গত ২৭ আগস্ট (বুধবার) সিনিয়র সহকারী জজ আদালতের রায় থাকা সত্ত্বেও মোবাইল কোর্ট পরিচালনা করে গোলাপগঞ্জের ঘোষগাঁও গ্রামে একই পরিবারের এক নারীসহ ৪জনকে ১৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেন গোলাপগঞ্জের এসি ল্যান্ড ফয়সাল মাহমুদ ফুয়াদ। পর দিন, বৃহস্পতিবার সিলেট জেলা ম্যাজিস্ট্রেট বরাবর ফয়সাল মাহমুদ ফুয়াদের রায় বাতিল ও জামিন চেয়ে...