এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরেছিল। পরেই ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে একাদশে বড় পরিবর্তন এনেছিল টাইগাররা। একাদশে বড় পরিবর্তনের পর এসেছে সাফল্যও। বাঁচা-মরার ম্যাচে ফেবারিট হিসেবে খেলতে নামা আফগানদের হারিয়ে সুপার ফোরের আশা জিইয়ে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আফগানিস্তানের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন এনেছিল বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদি, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলামকে বাদ দেয়া হয়েছিল। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছিলেন সাইফ হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ। তারা প্রত্যেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে দলের জয়ে অবদান রাখেন। আফগান ম্যাচে একাদশে এমন পরিবর্তন আনাটাকে প্রশংসনীয় বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দলে কিছু কৌশলগত পরিবর্তন আনা হয়েছিল। এসব বিষয়ে আমরা সরাসরি যুক্ত নই, এগুলো টিম ম্যানেজমেন্ট করে। দলের...