‘মাদককে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বীরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাকড়াই গ্রামে স্থানীয় শিশু-কিশোরদের হাতে ফুটবল তুলে দেন শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার বন্ধুরা। এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা সোহেল আহমেদ, সাবেক সভাপতি ফরহাদ হোসেন, বর্তমান সভাপতি তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ও অন্যরা। শিশুদের হাতে ফুটবল পৌঁছে দেওয়ার মুহূর্তটি ছিল আনন্দময়। কেউ খুশিতে লাফ দিয়েছে, কেউ আবার সঙ্গে সঙ্গেই খেলায় মেতে উঠেছে। অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিশাদ...