জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ কয়েকটি ‘ইসলামী' রাজনৈতিক দল বৃহস্পতিবার থেকে পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে নামছে। নির্বাচনের সম্ভাব্য দিন যখন এগিয়ে আসছে, তখনই কেন দাবিদাওয়া, আন্দোলন? তাদের পাঁচ দফার সাথে এ আন্দোলনে শরিক না হওয়া এনসিপির দাবির বেশ মিল। জামায়তে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস গত সোমবার আলাদাভাবে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলেও তাদের দাবিগুলো একই। সবার পাঁচ দফা দাবিতে রয়েছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এই তিনটি দলের বাইরেওযারা যুগপৎ আন্দোলনে যোগ দিচ্ছে তারা হলো: নেজামে ইসলাভেমী পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পাটি(জাগপা)। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে তারা এই...