কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে পারিবারিক কলহের জেরে এক রোহিঙ্গা পিতাকে পিটিয়ে হত্যা করে লাশ বস্তায় ভরে মাটিচাপা দিয়েছে দুই ছেলে। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে মোহাম্মদ রফিককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ছৈয়দ (৫০)। কয়েক বছর আগে তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এসে পরিবার নিয়ে খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়া কুরিমারিয়ারছড়া এলাকায় বসবাস শুরু করেন। পুরো পরিবারটিই রোহিঙ্গা নাগরিক হিসেবে পরিচিত। পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্বই এ হত্যার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। স্থানীয়রা জানান, নিহত ছৈয়দের সঙ্গে তার স্ত্রী ও ছেলেদের প্রায়ই কলহ লেগেই থাকত। সোমবার ভোরেও এমন এক কলহ রক্তাক্ত পরিণতির দিকে গড়ায়। গ্রেফতার রফিকের স্ত্রী শারমিন আক্তার জানান, সোমবার ভোরে নামাজ পড়ে বাড়ি...