১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ সভার (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। অধিবেশনে বাংলাদেশের পক্ষে জাতীয় বক্তব্য উপস্থাপন করবেন, উচ্চস্তরের একাধিক বৈঠকে অংশ নেবেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে দেশের প্রতিনিধিত্ব করবেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন যে প্রফেসর ইউনূস ২৬ সেপ্টেম্বর সাধারণ সভায় ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, ২০২৪ সালের জুলাই মাসের গণআন্দোলনের আকাঙ্ক্ষা এবং ফেব্রুয়ারি ২০২৬-এ সুষ্ঠু, অবাধ ও সর্বজনীন নির্বাচন আয়োজনের দৃঢ় প্রতিশ্রুতির বিষয় তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। উপদেষ্টা আরও জানিয়েছেন, এ বছর বাংলাদেশের প্রতিনিধিদলে চারজন সিনিয়র রাজনৈতিক নেতা...